উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বাইডেনপুত্র হান্টারের বিরুদ্ধে ১৪ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১৪ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগ আছে, ব্যবসা থেকে মোটা অঙ্কের অর্থ আয় হলেও বিপুল পরিমাণে কর ফাঁকি দিয়েছেন প্রেসিডেন্ট পুত্র। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের একটি আদালত জানান, জো বাইডেন চাইলে এই মামলা বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

তবে, আগেও দোষ স্বীকার করে মামলার বিচার কাজ এড়িয়ে যান জো বাইডেন। হান্টার বাইডেন জানিয়েছেন, এখন জরিমানা গুণতে প্রস্তুত তিনি।

গেলো বছরের ডিসেম্বরে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির ৯টি মামলা হয়। সবমিলিয়ে তার সাজা হতে পারে ১৭ বছরের।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর