যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী আটকে আবারও কঠোর হয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি দেশব্যাপী ২৭৫টিরও বেশি স্থানে চালানো হয়েছে অভিযান। হোম অফিসের এই অভিযানে আটক বাংলাদেশিসহ অন্তত ৮৫ জন অবৈধ অভিবাসী।
এর আগে অবৈধ কর্মী নিয়োগের কারণে ১৩৫টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছিল হোম অফিস। যাদের মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট ও কার ওয়াশ প্রতিষ্ঠান ছিল অন্যতম। অবৈধ কর্মী নিয়োগের অভিযোগ প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে ৪৫ হাজার পাউন্ড।
চলমান অভিযান নিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব জানান, প্রলোভন দেখিয়ে কর্মীদের যুক্তরাজ্যে নিয়ে আসা সংঘবদ্ধ চক্র ধ্বংস করতে বদ্ধপরিকর সরকার। এক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। যা অব্যাহত থাকবে সামনেও।
ব্রিটেনের অভিবাসন বিষয়ক আইনজীবী নাশিত রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধ দলগুলো আটকে যাচ্ছে। এছাড়াও অনিবন্ধিত কর্মীদেরও আটক করা হচ্ছে। সেইসঙ্গে যেসব প্রতিষ্ঠান কাজ দিচ্ছে ও যারা অবৈধভাবে বাসায় থাকছে তাদের জরিমানা করা হচ্ছে।’
লেবার সরকারের আমলে সবচেয়ে বড় অভিযানের কারণে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা। এখন পর্যন্ত আটককৃত বাংলাদেশিদের তথ্য প্রকাশ করেনি হোম অফিস।
সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে আশ্রয় আবেদন খারিজ হওয়া বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠাতে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও যুক্তরাজ্য। এতে দেশে ফেরতের ঝুঁকিতে রয়েছেন অ্যাসাইলাম আবেদন খারিজ হয়ে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা।