অপরাধ ও আদালত
দেশে এখন
0

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। গতকাল (রোববার, ১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, হাজি সেলিমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি সেখানেই ছিলেন। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইবে বলেও জানা গেছে।

সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সেলিম। পরে হাসপাতালে আশ্রয় নেন তিনি।

এর আগে অবৈধ সম্পদ গড়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর