মঙ্গোলিয়া সফরে যাওয়া মাত্র পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। অপরাধ আদালতের কৌঁসুলিদের কাছে পুতিনকে হস্তান্তরের দাবিও তোলা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও আসন্ন সফর নিয়ে উদ্বিগ্ন না মস্কো।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কারণে ২০২৩ সালে পুতিনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে নির্বাসনে পাঠানোর অভিযোগ তোলা হয় পুতিনের বিরুদ্ধে।