দেশে এখন
0

বন্যার্তদের জন্য জবি শিক্ষার্থীদের 'কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' আয়োজন

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। তবে বিনামূল্যে মিডিয়া প্রবেশ করতে পারবে।

আগামীকাল (বুধবার, ২৮ আগষ্ট) বিকেল সাড়ে তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্টে ১২টি ব্যান্ড দল পারফর্ম করবে। এদের মধ্যে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, এ কে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, আপক্ষিক, চান্দের গাড়ি, এভারেজ বাংলাদেশ, আর্ট অব হিভেন, শেফার্ডস ব্যান্ড থাকবে

কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণটা বন্যা দুর্গতদের দেয়া হবে।

tech