অপরাধ ও আদালত
0

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার: আইনজীবী শিশির

মঙ্গলবারের মধ্যে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মুনীর। আজ (সোমবার, ২৬ আগস্ট) দুপুরে সুপ্রিমকোর্টে তিনি এসব তথ্য জানান।

আইনজীবী বলেন, মঙ্গলবারের মধ্যে অন্তর্বর্তী সরকার জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নিচ্ছে। এছাড়াও নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠনে জামায়াতের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।’

আইনজীবী শিশির মুনীর বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছে।’ রাজনীতি নিষিদ্ধকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করার পরই নিবন্ধনসহ বাকি আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এই আইনজীবী।

tech