আইন ভাঙার মামলা দিতেও ভয় পাচ্ছে ট্রাফিক পুলিশ!

0

জোর যার মুল্লুক তার- এভাবেই চলছে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশের সামনেই চলে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। ফল হিসেবে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আইন ভাঙার মামলা দিতেও পুলিশ ভয় করে হামলার। তাই উপরের নির্দেশ সতর্ক থাকার।

কখনও কখনও পায়ে হাটার গতির থেকেও কম ঘোরে গাড়ির চাকা। এক সিগনালেই থমকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কোথাও রাস্তা আটকে দাবি আদায়ের চেষ্টা আবার কোথাও কার আগে কে সিগন্যাল পার করবে সেই প্রতিযোগিতা। এ যেন এক স্বেচ্ছাচারিতার সড়ক রাজধানীতে।

দায়িত্বে থাকার কথা যাদের তারাও ভীত সাম্প্রতিক সময়ের ঘটনায়। তাই অনেক সময় সড়কের গাড়ির মালিকরাই রাস্তা খুলে পার করছেন ব্যক্তিগত গাড়ি।

একজন গাড়ির মালিক বলেন, ‘পুলিশের করার কথা, তারা হয়তো এই রোদে একটু বিশ্রাম নিতে গেছে, আবার চলে আসবে। আমি এখানে স্বপ্রণোদিত হয়ে দায়িত্বটা পালন করলাম।’

এমন অবস্থা কেন? দায়িত্বশীল ট্রাফিক পুলিশরা কি করছে?

একজন ট্রাফিক পুলিশ বলেন, ‘নিজের কাছে তো আমরা দুর্বল আছিই। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের মন মানসিকতা এখনও ১০০ ভাগ ঠিক না।’

সড়কের আউন ভঙ্গ করলে নেই মামলা দেয়ার নির্দেশনা। তাই বসে সময় কাটাচ্ছেন অধিকাংশ ট্রাফিক পুলিশ। শুধু দু'একজন নিয়ন্ত্রণ করছেন ট্রাফিকের দায়িত্ব। আর এই সুযোগেই স্বেচ্ছাচারিতা করছে সবাই।

রাজধানীর অধিকাংশ সিগনালের একই অবস্থা। কোথাও এক জন আবার কোথাও দুই থেকে তিন জন চার রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

যারাও রাস্তায় আছেন তাদের অধিকাংশই কনস্টেবল। সার্জেন্ট র‌্যাংকের অফিসারদেরও খুব একটা খুঁজে পাওয়া যায় না রাস্তায়। যাদের পাওয়া গেলো তারাও আতঙ্কিত।

একজন সার্জেন্ট বলেন, ‘আমি অবশ্যই আতঙ্কিত আছি। কিছুটা শঙ্কা এখনও রয়েছে। নির্দেশনা অনুযায়ী এখন আমি আমার সিনিয়রদের সাথে রেখে কাজ করছি। সময়ের প্রেক্ষিতে ঠিক হয়ে যাবে।’

সমাধান কোথায়? ট্রাফিক পুলিশ প্রধান মো. মুবিনুর রহমান জানিয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। তবে, সময় লাগবে।

তিনি বলেন, ‘ভীতি কাটিয়ে উঠতে পেরেছে বলেই আমরা তাদের কাজে ফিরিয়েছি। যদিও আমরা নিরস্ত্র। ট্রাফিক পুলিশ সাহসের সাথে রাস্তায় কাজ করছে। আইনের দিকে না গিয়ে তারা মানুষকে বুঝিয়ে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কাজ করে যাচ্ছে।’

মেট্রোরেল চালু হলে সড়কে কিছুটা স্বস্তি ফিরবে, সাথে ফেরাতে হবে ট্রাফিক পুলিশের মনোবল। আইনের প্রয়োগ ও কৌশলই পারে রাজধানীবাসীদের এই সমস্যা থেকে সমাধান দিতে।

tech

শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে; বিকেল ৩টায় গণজমায়েত কর্মসূচি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক গণ অধিকার পরিষদের; দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
অর্থপাচার মামলায় সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে দুটি ট্রেনের বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ; পয়েন্টম্যান বরখাস্ত
নাটোরের বাগাতিপাড়ায় ২ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই, বনানীর একটি হাসপাতালে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
ভারতে অপারেশন 'বুনিয়ান উল মারসুস' শুরু করেছে পাকিস্তান, উধামপুর ও পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার দাবি
ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি পাকিস্তানের
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরের মেয়র গ্রেপ্তার
রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ভিরাট কোহলি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে; বিকেল ৩টায় গণজমায়েত কর্মসূচি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক গণ অধিকার পরিষদের; দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
অর্থপাচার মামলায় সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে দুটি ট্রেনের বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ; পয়েন্টম্যান বরখাস্ত
নাটোরের বাগাতিপাড়ায় ২ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই, বনানীর একটি হাসপাতালে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
ভারতে অপারেশন 'বুনিয়ান উল মারসুস' শুরু করেছে পাকিস্তান, উধামপুর ও পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার দাবি
ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি পাকিস্তানের
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরের মেয়র গ্রেপ্তার
রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ভিরাট কোহলি