আইন ভাঙার মামলা দিতেও ভয় পাচ্ছে ট্রাফিক পুলিশ!
জোর যার মুল্লুক তার- এভাবেই চলছে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশের সামনেই চলে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। ফল হিসেবে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আইন ভাঙার মামলা দিতেও পুলিশ ভয় করে হামলার। তাই উপরের নির্দেশ সতর্ক থাকার।
ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে বিএনসিসি, রেড ক্রিসেন্ট
রাজধানীতে বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। গতকাল (সোমবার, ১২ আগস্ট) সড়কে তাদের সীমিত উপস্থিতি থাকলেও আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) তা অনেকটাই বেশি। আজও পুলিশকে সহায়তা করতে রাস্তায় আজ কাজ করছে বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ বেশ কিছু সংস্থা। তবে, শিক্ষার্থীরা জানিয়েছে এক দু'দিনের মধ্যে রাস্তার নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের কাছে পুরোপুরি ছেড়ে দেয়া হবে।
সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যেন একাই একশো
সড়কে শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয়- দলবেঁধে সড়কে পরিবহনের শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে অসংখ্য শিক্ষার্থী। রাজধানীর বিভিন্ন সিগন্যালে নির্ধারিত সময় পর পর একেকটা লেন ছাড়া হচ্ছে। একইসাথে সড়কে বাস-মাইক্রো-সিএনজি ও রিকশার জন্য লেন ভাগ দিয়ে তা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এছাড়াও হেলমেট না থাকলেও বাইকার ও যাত্রীদের অনুরোধ করছে তা ব্যবহারের। শিক্ষার্থীদের স্বস্ব এই উদ্যোগে যেন সড়ক হয়ে উঠেছে সুশৃঙ্খল।