আইন ভাঙার মামলা দিতেও ভয় পাচ্ছে ট্রাফিক পুলিশ!
জোর যার মুল্লুক তার- এভাবেই চলছে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশের সামনেই চলে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। ফল হিসেবে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আইন ভাঙার মামলা দিতেও পুলিশ ভয় করে হামলার। তাই উপরের নির্দেশ সতর্ক থাকার।