আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

পাহাড়ি ঢলে আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ, ব্যাহত আমদানি-রপ্তানি

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে জলাবদ্ধতায় আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ, ব্যাহত আমদানি-রপ্তানি। ব্রাহ্মণবাড়িয়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধাতা তৈরি হয়েছে। এছাড়া বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। পাশাপাশি ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি জমায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়।

অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই জলাবদ্ধতা তৈরি হয় আখাউড়া স্থলবন্দরে। পাশাপাশি টানা বৃষ্টির ফলে ইতোমধ্যে তলিয়ে গেছে স্থলবন্দরের সড়কটিও। এতে করে ব্যাহত হচ্ছে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম।

এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করেছে। এর ফলে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে।

এদিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার জাজিরা খালের ওপর অবস্থিত একটি বেইলি সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, 'সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপ ভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।'

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন জানান,' ঢলের পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইমিগ্রেশনের কার্যক্রমও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। '

ইনচার্জ ইমিগ্রেশন পুলিশ জানায়, 'আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের পানি নিষ্কাশন ও বৈদ্যুতিক কাজ শেষে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হতে আরও ৩ দিন সময় লাগবে

tech