গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এস আলমের শেয়ার আইনগতভাবে সরকার নিয়ে নেবে। এস আলম যদি সব দায় পরিশোধ করে তবে তাদের শেয়ার ছেড়ে দেয়া হবে, না হলে সমন্বয় করা হবে।’
তিনি বলেন, ‘এস আলমের নামে যে অর্থ ও বেনামী ঋণ আছে সেগুলো একসাথে করতে আরো কিছুটা সময় লাগবে। যারা অর্থ আত্মসাৎ করেছেন তাদের নামে কোন শেয়ার থাকলে তাও নিয়ে নেয়া হবে।’
গভর্নর বলেন, ‘কোনো অযৌক্তিক দাবি মানা হবে না। যদি এমন কিছু করতে হয় পদত্যাগ করবো।’
তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারের বোর্ড গঠন করা হবে। এছাড়াও দুই একদিনের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।