অপরাধ ও আদালত
0

দীপু মনিকে ৪ ও আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে চারদিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) বিকেলে রাজধানীর সিএমএম আদালত এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতে দুই আসামিকে হাজির করার পর মামলার সুষ্ঠ তদন্তে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনির ৪ দিন ও জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।

এর আগে গতকাল (১৯ আগস্ট) রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নেয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

একইদিন হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত বৃহস্পতিবার ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ৫১০ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ. রাজ্জাক হাওলাদার।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর