ব্যাংকপাড়া
অর্থনীতি
0

এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকার পতনের পর জোয়ার আসতে শুরু করেছে। আগস্টের প্রথম ১৭ দিনে দেশে বৈধ পথে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সাতদিনে এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। যা প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে দাঁড়ায় ৭ হাজার ৬৮৬ কোটি ৫২ লাখ টাকা।

আজ (সোমবার, ১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগস্ট মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এর আগে চলতি মাসের ১ থেকে ১০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ৪৮ কোটি ২৮ লাখ ডলার। তার আগে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আসে জুলাইয়ে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের ১৭ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ ৫০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর
পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

কোটি টাকা আত্মসাৎ: তিন বছর পরও গ্রাহক ফেরত পায়নি টাকা

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে: ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

আকুর দায় শোধের পর রিজার্ভ নামলো সাড়ে ১৮ বিলিয়নে

কাতার থেকে কমেছে প্রবাসী আয়

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের রিসিভার নিয়োগ

'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’
'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’