ক্রিকেট
এখন মাঠে
0

ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য রাতে পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ। ২০২০ সালের পর পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল।

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে শান্ত, তাসকিনরা। প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে টেস্ট সিরিজ এক রকম অনিশ্চিত হয়ে পড়েছেন টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়।

তবে তার পরিবর্তে কাকে নেয়া হয়েছে সে ব্যাপারে এখনও পরিষ্কার করেনি টিম ম্যানেজমেন্ট। কিছুটা ইনজুরিতে আছেন মুশফিকুর রহিম। তবে সেটা গুরুতর নয়। এবার শুধুই দুই ম্যাচের টেস্ট সিরিজ।

টানা দুই দিনের অনুশীলন শেষে ২১ আগস্ট প্রথম ও ৩০ তারিখে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু'দল। পাকিস্তানের মাটিতে এ পর্যন্ত ৫টি টেস্ট খেলে কোনোম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর