এশিয়া
বিদেশে এখন
0

আর নির্বাচন করবেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে আর প্রতিদ্বন্দিতা করছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশের প্রধানমন্ত্রী আচমকাই টোকিওতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতৃত্বের জন্য পূর্ণ সমর্থন আছে কিশিদার। নতুন নির্বাচনের জন্য নেতৃত্বে পরিবর্তন জরুরি বলেও মনে করেন ফুমিও কিশিদা। তিনি বলেন, 'বিতর্ক এড়াতে দেশে স্বচ্ছ নির্বাচন জরুরি।'

গেলো ২০২১ সালের সেপ্টেম্বরে দলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপরই দেশের জাতীয় নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন তিনি।

এলডিপির নেতৃত্বে আসা পরবর্তী প্রেসিডেন্টকে সামাল দিতে হবে দেশের মূল্যস্ফীতি, চীনের সঙ্গে ভূরাজনৈতিক দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে স্থাপন করতে হবে কূটনৈতিক সম্পর্ক।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর