বড় বাজেটের দল গড়ছে ঢাকা আবাহনী, লক্ষ্য লিগ চ্যাম্পিয়ন

ফুটবল
এখন মাঠে
0

লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় বাজেটের দল গড়ছে ঢাকা আবাহনী। তবে, দেশি ফুটবলার চূড়ান্ত হলেও বিদেশিদের সঙ্গে কথাবার্তা চলমান। যদিও এরইমধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দলটির ম্যানেজার নজরুল ইসলাম বলছেন, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে হবে এবারের স্কোয়াড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। অথচ, গেল পাঁচ মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধু বিপিএলই নয়, ফেডারেশন কাপেও আছে রেকর্ড টাইটেল আকাশি-নীলদের। সেখানেও সবশেষ দুই মৌসুম ট্রফি জেতা হয়নি। স্বাধীনতা কাপেও একই অবস্থা। অর্থাৎ, সময়টা যে তেমন ভালো কাটছে না ঢাকাই ফুটবলের বিখ্যাত ক্লাবটির।

তবে, আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা আবাহনী। টুর্নামেন্টগুলোতে শিরোপার কথা মাথায় রেখেই দল গোছাচ্ছে জায়ান্ট ক্লাবটি।

ঢাকা আবাহনী ক্লাবের ম্যানেজার নজরুল ইসলাম বলেন, 'আবাহনী সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। হয়তো খেলার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হতে পারি না। কিন্তু আমাদের টার্গেট থাকে চ্যাম্পিয়ন হওয়া। সামনের মৌসুম লক্ষ্য রেখে যে দল গড়ছি, আশা করি আমরা সব টুর্নামেন্ট এবং লিগে চ্যাম্পিয়ন হবো।'

এরইমধ্যে দেশি খেলোয়াড় চূড়ান্ত হয়ে গেছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দেয়া হয়েছে তরুণদেরও। আর বিদেশিদের সঙ্গে আলোচনা চলমান। তবে, একজন ব্রাজিলিয়ানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরেছে সর্বোচ্চ ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।

নজরুল ইসলাম বলেন, 'দেশি প্লেয়ারদের মধ্যে আমরা মোহামেডান থেকেই চারজন নিয়েছি। বসুন্ধরা কিংস থেকে ইয়াসিন আরাফাতকে নিয়েছি। শেখ রাসেল থেকে গোলকিপার নিয়েছি মিতুল মারমাকে। জামাল ভুঁইয়া তো আছেই আমাদের সাথে।'

ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে ক্লাবগুলোর কয়েক কোটি টাকা খরচ করতে হয়। সামনের মৌসুমের জন্য ঢাকা আবাহনীর বাজেটের আকার কেমন? জানতে চাওয়া হয় ক্লাবের ম্যানেজারের কাছে।

নজরুল ইসলাম বলেন, 'ভালো দল গড়তে ভালো বাজেট লাগে অবশ্যই। পরবর্তী মৌসুমের জন্য আমরা যে বাজেট করেছি আশা করি চ্যাম্পিয়ন হওয়ার মতো বাজেট হয়েছে।'

আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের মৌসুমের দলবদল। তবে, চলতি মাসের শুরুতেই স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা ঢাকা আবাহনীর।

tech

BREAKING
NEWS
2