প্রকৃতি ও মানুষ-একে অপরের পরিপূরক। প্রকৃতি বিপন্ন হলে বিপন্ন হয় মানুষও। পরিবেশ দূষণের মাত্রা প্রকট হওয়ায় মানবসভ্যতা আজ হুমকির সম্মুখীন।
পরিবেশ ও সমুদ্র দূষণরোধে মানুষকে সচেতন করতে কলম্বিয়ার সান্তাফে মেডেলিন শপিংমলে ফুলেল এই শিল্পকর্ম। যা দেখে রীতিমতো মুগ্ধ সবাই। প্রায় ৩৬ ফুট উচ্চতার সামুদ্রিক এই ঘোড়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৫ হাজার গাছ। শিল্পকর্মের আশেপাশে ফুটিয়ে তোলা হয়েছে উদ্ভিদের নানা অবয়ব। সবমিলিয়ে ব্যবহার করা হয়েছে রং বেরঙের ১ লাখ ৮০ হাজার ফুল।
আয়োজকরা জানান, এ নিয়ে ১৩ বারের মতো এই শিল্প প্রদর্শনীর আয়োজন করেছেন তারা। যার মূল্য উদ্দেশ্য সামুদ্রিক বাস্তুতন্ত্র সর্ম্পকে মানুষের ধারণা বাড়ানো। এমন উদ্যোগে উচ্ছ্বসিত পর্যটরাও।
প্রদর্শনীতে আসা পর্যটকরা জানান, 'অনুপ্রেরণামূলক কিছু তৈরি করার চেষ্টা করেছি। আমরা চাই সমুদ্র, নদী এবং মহাসাগরগুলোর পরিবেশ ভালো থাকুক। ৮শ' বর্গমিটারজুড়ে ২৫ হাজার গাছপালাসহ ১ লাখ ৮০ হাজার ফুল দিয়ে তৈরি এই ভাস্কর্য '।
'শিল্পকর্ম সত্যিই অসাধারণ। এটি দেখা মাত্রই মানসিক পরিবর্তন উপলব্দি হচ্ছে। ভাস্কর্যের মাধ্যমে পরিবেশের পরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে। ফুলের এই সৌন্দর্য দেখে আনন্দ লাগছে।'
শপিংমলে এমন শিল্প প্রদর্শনী প্রশংসা কুঁড়িয়েছে স্থানীয়দের। বেচাকেনা বাড়ার পাশাপাশি পর্যটকরারও ভিড় করছেন শপিংমলে। মুঠোফোনে প্রিয় এই মুহূর্ত বন্দি করে রাখেন অনেকেই।