দূর থেকে দেখতে প্রকৃতির বুকে যেন রঙিন মখমলের আবরণ! যতো কাছে যাওয়া যায়, ততোই পাঁপড়ি মেলতে থাকে রঙ-বেরঙের ফুল।
বলছি ঋতুরাজ বসন্তে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল বাগানের কথা। ইউরোপের দক্ষিণপশ্চিমাঞ্চলের দেশ নেদারল্যান্ডসের এঁকেবেঁকে চলা খালভর্তি চোখজুড়োনো সমতল বিশ্বজুড়ে পরিচিত আরেকটি কারণে। আর তা হলো ফুল। টিউলিপ, ড্যাফোডিল কী নেই থরে থরে সাজানো ফুলের বাগানে! লাখে লাখে এ সব ফুলের দেখা মিলবে একসাথে, যদি পা পড়ে কোকুনহোফে।
দর্শনার্থীদের একজন বলেন, ‘সৌন্দর্যে আমরা হতবাক। বাগানে এতা সব ফুলের সুঘ্রাণ, চতুর্দিকে এতো রঙ, সব আমাদের মুগ্ধ করেছে।’
আরেকজন বলেন, ‘আমার জন্মদিন বসন্তে। এই ফুটে থাকা টিউলিপ, হায়াসিন্থস, নার্সিসাসের সাথেই আমার বাস। ক্যারামেলের মতো ঘ্রাণ পাই এখানে এলে। ভালো লাগে।’
রাজধানী আমস্টারডাম থেকে মাত্র ৩০ কিলোমিটার দক্ষিণে লিস শহর। নেদারল্যান্ডসের ফ্লাওয়ার বাল্ব নামে পরিচিত বোলেনস্ট্রিক অঞ্চলের কেন্দ্রে এ শহরটিতেই অবস্থিত আড়াইশ' হেক্টরের পৃথিবীবিখ্যাত কোকুনহোফ বাগান। ৪০ জন কর্মী মিলে প্রতি বছর ১৬শ'র বেশি জাতের ৭০ লাখ ফ্লাওয়ার বাল্ব সারি বেঁধে রোপণ করেন কোকুনহোফে। ফুল চাষের জন্য দারুণ সুনাম রয়েছে এখানকার উচ্চ গুণ ও মানসম্পন্ন বেলে মাটির।
এ বছর ২০ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য খোলা কোকুনহোফ, ১১ মে বন্ধ হবে ফুলের প্রদর্শনী। ফুল দেখতে, ফুলের সুবাস নিতে দলে দলে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা। ২০২৪ সালে মাত্র আট সপ্তাহে এ বাগানে পা রেখেছিলেন ১৪ লাখ মানুষ; যেজন্য কোকুনহোফ জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর তালিকায়।