দেশে এখন
0

মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘চাটুকারদের মিডিয়ায় ডাকবেন না।’ মিডিয়াকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।

আজ (রোববার, ১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘মিডিয়া মিথ্যা কথা বললে দেশ ডোবে, মিডিয়া কর্মী ও মিডিয়া মালিকদের বিচার হওয়া উচিত।’

এখন রাজনীতি করা দেশে কঠিন হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের বাংলাদেশের রাজনীতিতে চাটুকারদের বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘একটা রাষ্ট্রের রাজনীতি এভাবে হয় না, এভাবে চলতে পারে না, এটা কারো ব্যাক্তিগত সম্পত্তি না।’

পুলিশ ফোর্সের উপর যে হামলা হয়েছে সেটা বেদনাদায়ক। রাষ্ট্র পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া তিনি আরও বলেন, ‘পুলিশের হুকুম দাতাদের বিচারের আওতায় আনা হবে।’

যেটা হয়েছে সেটার আন্তর্জাতিক তদন্ত হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। একটা পতিত স্বৈরাচারের ফিরে আসার কোন সুযোগ নেই বলে জানান তিনি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর