পাঁচ শতাধিক উগ্র ডানপন্থি বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে স্টারমার প্রশাসন। ছয় হাজার দাঙ্গা পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে, বিক্ষোভকারীদের গলা কেটে নেয়া উচিত, এমন বক্তব্যের জেরে লেবার পার্টির কাউন্সিল সদস্য রিকি জোনসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্ণবাদ বিরোধী পাল্টা বিক্ষোভের সময় অনুপস্থিত ছিল উগ্র ডানপন্থিরা। এতে এড়ানো গেছে দুপক্ষের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষ।
শিগগিরিই যুক্তরাজ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা আইনশৃঙ্খলা বাহিনীর।