দেশে এখন
0

রাবি উপাচার্য গোলাম সাব্বিরের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাষ্ট্রপতির সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

জানা গেছে, বিকাল সোয়া ৩টায় রাষ্ট্রপতির সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক এবং ছাত্র উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম সউদ পদত্যাগ করেছেন।

এর আগে গতকাল (বুধবার, ৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. নুরুল আলম। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

tech