দেশে এখন
0

আমার ওপরে আস্থা রেখে ছাত্ররা ডেকেছে, আমি সাড়া দিয়েছি: ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'আমার ওপরে আস্থা রেখে ছাত্ররা ডেকেছে, আমি সাড়া দিয়েছি। আমার ওপরে বিশ্বাস-ভরসা রাখলে দেশের কারো ওপর হামলা হবে না।' আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুরে প্যারিস থেকে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, 'শিক্ষার্থীরা এদেশকে রক্ষা করে, পুনর্জন্ম দিয়েছে। আবু সাঈদের কথা মনে পড়ছে আমার। তার এই ছবি মানুষের মনে গেঁথে আছে, সাহসী যুবক।'

তিনি বলেন, 'স্বাধীন হওয়ার অর্থ হলো পরিবর্তন। স্বাধীনতা রক্ষা করতে হবে, সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। যত গুলি করো আমরা আছি।'

তরুণদের সাহসিকতা নিয়ে তিনি বলেন, 'সারা দুনিয়া শিখবে আমাদের তরুণদের দেখে। পুরোনোদের বাদ দাও, পুরোনো চিন্তা দিয়ে হবে না। তোমাদের শক্তি, ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে।'

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের আস্থা নেই। মানুষ মনে করে সরকার দমনপীড়নের যন্ত্র। বিপথে যাওয়া লোকেদের পথে আনতে চাই।'

সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, চুরি-ছিনতাই হচ্ছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানের প্রতি আক্রমণ হচ্ছে। এগুলা ষড়যন্ত্র। আমার ওপরে আস্থা রেখে ছাত্ররা ডেকেছে, আমি সাড়া দিয়েছি। আমার ওপরে বিশ্বাস-ভরসা রাখলে দেশের কারো ওপর হামলা হবে না।'

ড. ইউনূস আরও বলেন, 'আমার কথা না শুনলে আমার প্রয়োজনীয়তা নাই। না হলে আমাকে বিদায় দেন। আমি আমার কাজে থাকি।'

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর