পুলিশ জানায়, আজ (বুধবার, ৭ আগস্ট) কাঠমান্ডু থেকে ৫৭ কিলোমিটার দূরে থাকা নুওয়াকোট জেলার শিবপুরী জাতীয় উদ্যানের একটি বনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ৪ জনই চীনা নাগরিক। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী ছিলেন। এছাড়া বাকি একজন পাইলট। স্থানীয় বাসিন্দারা বনের ভেতর আগুন ধরতে দেখে কর্তৃপক্ষকে জানায়।
দেশটির সিভিল এভিয়েশন বলছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে রাসুওয়া জেলায় যাচ্ছিল। উড্ডয়নের তিন মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালে গত ২৪ বছরে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় ৩৬০ জনেরও বেশি মানুষ মারা গেছে।