দেশে এখন
0

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আটক

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে আটক করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) বিকেলে বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক সূত্র জানিয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

অভিযোগ ওঠে, শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী।

গতকাল (সোমবার) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকেই একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় শেখ রেহানাও সঙ্গে ছিলেন। সবশেষ তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর