সিইও লিন্ডা ইয়াকারিনোর পাঠানো ইমেইলে বরাতে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে প্লাটফর্মটির সিইও ইলোন মাস্ক সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে টেক্সাসের অস্টিনে আনার কথা জানিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পর ইমেইলটি পাঠানো হলো।
তবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমেইলে পাঠানো নোটে টেক্সাসের কথা উল্লেখ করেন নি ইয়াকারিনো। তিনি জানান, পরের কয়েক সপ্তাহের মধ্যে স্যান ফ্রান্সিসকোর অফিস বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে কর্মীদের এক্সএআইয়ের সঙ্গে পালো আল্টো এবং স্যান জোসের অফিসে কাজ করতে হবে বলেও জানানো হয়।
২০২২ সালে কোম্পানির দায়িত্ব নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে ইলোন মাস্কের সম্পর্কের অবনতি হতে থাকে। তবে স্যান ফ্রান্সিসকো ও এর নির্বাচিত নেতাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকলেও শহরেই এক্সের সদরদপ্তর রাখার অঙ্গীকার করেছিলেন।
গত বছরে এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানান, এক্সের সদরদপ্তর স্যান ফ্রান্সিসকোর বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেকেই ভালো অফার দিয়েছে। গত বছরের পোস্টে মাস্ক জানান, স্যান ফ্রান্সিসকো থেকে একের পর এক কোম্পান চলে যাচ্ছে। তবে আমরা যাব না।