বিদেশে এখন
0

বিচার-পূর্ব সমঝোতা চুক্তি প্রত্যাহার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য অভিযুক্তদের সঙ্গে করা বিচার-পূর্ব সমঝোতা চুক্তি প্রত্যাহার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

এর আগে বুধবার (৩১ জুলাই) চুক্তিটি করা হয়েছিল বলে জানায় দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এই চুক্তির অধীনে কথিত হামলাকারীরা মৃত্যুদণ্ড থেকে রেহাই পেত বলেই চুক্তি প্রত্যাহার করা হয়েছে বলে জানান অস্টিন। একই সঙ্গে সামরিক আদালতের তত্ত্বাবধানকারী এক কর্মকর্তার কর্তৃত্বও প্রত্যাহার করছেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলায় বন্দি খালেদ শেখ মোহাম্মদ ও তার দুই সহযোগী ওয়ালিদ বিন আতাশ এবং মুস্তফা আল-হাওসাউয়ি। কিউবার গুয়ানতানামো বেসামরিক ঘাঁটিতে বেশ কয়েক বছর ধরে আটক রাখা হয়েছে এই তিনজনকে।

এর আগে প্রসিকিউশন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড চাইলে দোষ স্বীকারে সম্মতি দিয়েছিলেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বন্দি তিন অভিযুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) এমন সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তারা হলেন কথিত মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদসহ তার দুই সহযোগী ওয়ালিদ বিন আত্তাশ এবং মুস্তাফা আল-হাওয়াসাভি।

২০০৩ সাল থেকে বছরের পর বছর ধরে কোনো ধরনের বিচার ছাড়াই কিউবায় থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে তাদের হেফাজতে রাখা হয়।

tech