দেশে এখন
0

মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম

মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। আজ (রবিবার, ৪ আগস্ট) দুপুর থেকে ফোরজি নেটওয়ার্ক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার না করতে পারার তথ্য পাওয়া গেছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্বাভাবিক রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইলের ফোরজি ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হলেও ইন্টারনেটের গতি কম ছিল। আর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইলের ফোরজি ইন্টারনেট চালু করা হয়। কিন্তু মেটা মালিকানাধীন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ ছিল।

এরপর ৩১ জুলাই দুপুর ২টার পর থেকে বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু করা হয়। তবে গত শুক্রবার দুপুর সোয়া ১২টার পর আবার মোবাইল নেটওয়ার্কে মেটার প্লাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়। সেদিন সাড়ে পাঁচ ঘণ্টার পর তা আবার চালু করা হয়েছিল।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর