সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।
আরও পড়ুন:
বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেয়াসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও সেসময় তিনি টেনে আনেন। ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এ ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।





