ডান গোড়ালির লিগামেন্টের চোটে এখনও ভুগছেন মেসি। শুধু মেসি বললে ভুল হবে ক্লাব মায়ামির সঙ্গে সমর্থকরাও এলএমটেনেকে পাচ্ছেন না গেলো তিন ম্যাচে ধরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী আগের তুলনায় টিকেট বিক্রি থেকে ক্লাবটির আয়ের পরিমাণ কমেছে অনেকাংশে।
লিগস কাপে যে মেসির ছোঁয়ায় ইতিহাস গড়েছে মায়ামি তাকে ছাড়াই গেলো তিন ম্যাচে জয় পেলেও আসন্ন খেলায় পয়েন্ট হারানোর শঙ্কায় আছে দলটি। লিগামেন্টের ঘরের মাটিতে হওয়া লিগস কাপের পরবর্তী ম্যাচ টাইগার্সের বিপক্ষেও খেলবেন না লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেন মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো।
যদিও মেসির চোট ধীরে ধীরে সেড়ে উঠার পথে থাকলেও গ্রুপ পর্বের ম্যাচে মেসিকে নামাতে চান না কোচ। পুরো দলের সঙ্গে অনুশীলনও শুরু করেননি আর্জেন্টাইন এই সুপারস্টার।
এখন পর্যন্ত ৩২ বছরের দীর্ঘ এই ক্যারিয়ারে লিগামেন্টের চোটে পড়েছেন দুবার। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা চলাকালীন ৭ দিন ছিলেন মাঠের বাইরে। আর এবার ১৮ দিন ধরে চোট থেকে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন মেসি।