প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইন্টেল

এক ধাক্কায় সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এর মাধ্যমে মোট জনবল ১৫ শতাংশ কমিয়ে ফেলবে বহুজাতিক প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বৃহস্পতিবার জানান, ২০২৫ সালে এক হাজার কোটি ডলার খরচ বাঁচানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্টেল কর্পোরেশন। এজন্য বছরের চতুর্থ প্রান্তিকের লভ্যাংশও স্থগিত করবে ইন্টেল।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব বাজার প্রত্যাশার চেয়ে অনেকটা কম হবে বলেও আভাস দেয়া হয়। এর আগে এপ্রিল থেকে জুনের দ্বিতীয় প্রান্তিকে ১৬০ কোটি ডলারের ক্ষতি গুনেছে ইন্টেল। এ খবরে এরই মধ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক ইন্টেল স্যান্টা ক্লারা'র শেয়ারদর ২০ শতাংশ পড়ে যায়।

এর ফলে প্রায় আড়াই হাজার কোটি ডলার বাজারমূল্য হারায় প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পুঁজিবাজারে সামগ্রিকভাবে সাত শতাংশ দর হারিয়েছে ইন্টেল।