দেশে এখন
0

শহীদ মিনারে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ

শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও গণগ্রেপ্তার একই সাথে মেধাবী চিকিৎসক ডা. সজিবকে হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে দেশের চিকিৎসকবৃন্দ ও সকল মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা। চিকিৎসকরা এ সময় দেশের সকলের নিরাপত্তার দাবি জানান।

আজ (শুক্রবার, ২ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও শিক্ষার্থীরা সারা দেশে গণগ্রেপ্তার ও চিকিৎসক ডা. সজিব হত্যার বিচার দাবি করেন। সকল ছাত্র-ছাত্রী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা চান। 

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন উপস্থিত চিকিৎসকরা। সকল মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী ও চিকিৎসকরা চলমান আন্দোলনের  ৯ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করেন৷ 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সম্মিলিত বিবৃতিতে কর্মসূচির ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানে বলা হয়, আমাদের মেধাবী চিকিৎসক ডা. সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচীতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।

ইএ