নিয়মনীতির তোয়াক্কা না করেই সাভারের আবাসিক এলাকায় গড়ে উঠছে অয়েল রিফাইনিং কারখানা। এসব কারখানার নির্গত তেল ও বর্জ্য ড্রেনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে পাড়া-মহল্লায়। যা থেকে ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা। এছাড়া এসব কারখানার ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। প্রশাসন বলছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়িতে গড়ে উঠেছে অলিউম লুব্রিকেন্টস বিডির অয়েল রিফাইনিং কারখানা। সেখান থেকে নির্গত তেল ড্রেনের পানির সাথে ভেসে ছড়িয়ে পড়ছে বিভিন্ন পাড়া মহল্লায়। এতে পরিবেশ নষ্ট হচ্ছে।
সাভারে আবাসিক এলাকায় এমন আরও বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। গেল দুই মাসে কারখানার পাশের ব্রিজের নিচে জমা হওয়া তেল থেকে আগুন লেগেছে বেশ কয়েকবার। এসব কারখানার চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। যে কারণে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মধ্যে একজন বলেন, 'জ্বর ঠাণ্ডা লেজেই আছে, কয়েকদিন পরপরই ঠাণ্ডা লাগে। এতো জ্বর আসবে কেন? এতো ঠাণ্ডা লাগবে কেন? এই কারখানাগুলো থেকে তেল ভেসে আসে, দুর্গন্ধে থাকা যায় না।'
এসব বিষয়ে জানতে আলিয়াম লুব্রিকেন্টস বিডি কারখানায় গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এছাড়া, স্থানীয়দের বক্তব্য নেয়ার সময় বাঁধা দেন কারখানার লোকজন।
নিয়ম অনুযায়ী, প্ল্যান্ট বসানোর আগে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থাগত ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদিত অগ্নিনির্বাপণ প্ল্যান থাকতে হবে। একই সাথে বিস্ফোরক পরিদপ্তর কর্তৃক অনুমোদিত নকশা, জেলা প্রশাসন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র থাকতে হবে।
তবে, এসব নিয়মনীতির তোয়াক্কা না করেই সাভারে গড়ে উঠেছে বেশ কিছু অয়েল রিফাইনিং কারখানা। উপজেলা প্রশাসন বলছে, এসব কারখানাগুলোর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, 'নতুন করে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য উপজেলা পরিষদের নিয়মিত মাসিক সভাতে এই বিষয়ে আলোচনা করেছি। যারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এ ধরনের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।'
আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ওয়েল রিফাইনিং কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে স্বাভাবিক জীবন যাপন নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয়দের।