ড. নাসিমুল গণি বলেন, ‘বুয়েট এবং সেনাবাহিনী সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করছেন। সেটি এখনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে । আগামীকালও পরীক্ষা নিরীক্ষা করা হবে।’ প্রতিবেদনটি আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার কথা ছিল।
তিনি বলেন, ‘যে সকল পরীক্ষা দেশে করা সম্ভব না তার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে।’
তিনি জানান, কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে। এ ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে। মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেয়া হয়েছে। কাল রিপোর্ট দেয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে। তবে রিপোর্টে কী আছে— এসব নিয়ে কিছুই জানাননি এই সিনিয়র সচিব।
এর আগে গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল।
পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো ৫ ঘণ্টা সময় লাগে।