আন্তর্জাতিক বাণিজ্য
0

দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির দেখা পায়নি ফোর্ড, জিএম ও স্টেলানটিস

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির দেখা পায়নি ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলানটিসের মতো গাড়ি নির্মাতা কোম্পানি। সম্প্রতি সিএনবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহেই ফোর্ড মোটরের শেয়ারদর প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ ১৮ শতাংশ কমেছে। সে সময় কোম্পানিটি প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে ছিল। বর্তমানে এ পরিস্থিতি না থাকলেও আয় নিয়ে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের তুলনায় পিছিয়ে রয়েছে মার্কিন কোম্পানিটি।

ফোর্ডের পাশাপাশি জেনারেল মোটরস ও স্টেলানটিসও প্রবৃদ্ধির দেখা পায়নি। বিশ্বের যেকোনো গাড়ি নির্মাতা কোম্পানির জন্য যুক্তরাষ্ট্রের বাজার বেশ আকর্ষণীয় ছিল। কিন্তু এখন এ বাজারে গাড়ির দাম কমছে। সেই সঙ্গে উৎপাদন, চাহিদাও কমছে।

ইনভেস্টর নোটে মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোনাস বলেন, ‘যেসব বিনিয়োগকারী এখনও ভাবছেন যে গাড়ি উৎপাদন তাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে তাদের পুনরায় ভাবা উচিত। পারতপক্ষে বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন কোম্পানি অধিগ্রহণ বা একীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

ফোর্ডের প্রত্যাশা চলতি বছরের বাকি সময় কোম্পানিটি ২০০ থেকে ৩০০ কোটি ডলার আয় করতে পারবে। যেখানে বছরের প্রথমার্ধে এর পরিমাণ ছিল ৫৫০ কোটি ডলার।

ট্রান্স-আটলান্টিক গাড়ি নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি সমস্যায় ছিল স্টেলান্টিস। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোম্পানির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

২০২৩ সালে গাড়ি বিক্রি কমে যাওয়া শীর্ষ কোম্পানি হিসেবে শুধু স্টেলান্টিস ছিল বলে জানা গেছে। সে বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির বিক্রি কমেছিল প্রায় ১৬ শতাংশের বেশি।

এএইচ