আন্তর্জাতিক বাণিজ্য
0

শূন্য কার্বন অর্থনীতি বিনির্মাণে বছরে ৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের বিবৃতি

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পাশাপাশি অর্থনীতি পুনর্গঠনেও কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এজন্য ২০৫০ সাল নাগাদ প্রতি বছর ৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। সম্প্রতি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বছরে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তার তুলনায় জ্যানেট যা উল্লেখ করেছেন তা অনেক বেশি। তবে অর্থনীতিবিদদের মতে যে ঘাটতি রয়েছে তা পূরণ করাই একুশ শতকের বড় অর্থনৈতিক সুযোগ।

ব্রাজিলের অ্যামাজন গেটওয়ে শহর বেলেমে ইয়েলেন বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর। এজন্য যুক্তরাষ্ট্রের বাইরে থেকেও নেতৃত্ব দিতে হবে।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ এর অর্থনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইয়েলেন বিবৃতি দেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় ব্যর্থতা পরিবেশগত ও অর্থনৈতিক দুর্বলতার প্রকাশ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২২ সালে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন বা শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণে উন্নত দেশগুলো ১১ হাজার ৬০০ কোটি ডলার আর্থিক সহায়তা দিয়েছে।

মোট অর্থের ৪০ শতাংশ এসেছে উন্নয়ন ব্যাংক থেকে। ইয়েলেন জানান, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকগুলো বর্তমানে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, অর্থনীতি পুনর্গঠনে অর্থায়নের প্রয়োজন হল একবিংশ শতাব্দীর একক-শ্রেষ্ঠ সুযোগ।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর