এরপর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, স্পেনের রাষ্ট্রদূতের কাছে গত কয়েকদিনের ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'ছাত্রদের কোটা আন্দোলনে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অংশগ্রহণ করে।' পরে তারাই আন্দোলনের নেতৃত্ব দেয় ও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।'
সন্ত্রাসীরা মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলেও রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী।