আজ (সোমবার, ৫ জানুয়ারি) পুত্রজায়ায় এক বিশেষ ভাষণে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এটি চলতি বছরের সংসদ অধিবেশনে বাস্তবায়নযোগ্য প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সবারই একটি নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত। প্রধান সচিব দশ বছরের বেশি থাকতে পারেন না। এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করাই উত্তম।’
তিনি বলেন, ‘এ নীতিমালা প্রধানমন্ত্রীর দপ্তরেও প্রযোজ্য হবে। এ কারণেই আমরা প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি বা দুই পূর্ণ মেয়াদের বেশি দায়িত্ব পালনের সুযোগ না রাখতে একটি বিল সংসদে তুলব।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া কোনো ছোট দেশ নয়। আমাদের সম্ভাবনা অনেক বড়।’
ঐতিহাসিকভাবে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীদের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ সীমা ছিল না। সংসদের সমর্থন থাকলে একজন প্রধানমন্ত্রী অনির্দিষ্টকাল দায়িত্বে থাকতে পারতেন। এর আগে ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহার রোধে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা নির্ধারণের একটি বিল উত্থাপন করা হলেও তা আইনে পরিণত হয়নি।
প্রস্তাবিত নতুন বিলটি পাশ হলে মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় এটি হবে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার।





