আজ ( মঙ্গলবার, ১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সকল বোর্ডের বৃহস্পতিবারের (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য সকল শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পৃথক আরেক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদিন উত্তপ্ত ছিল রাজধানীর বিভিন্ন পয়েন্ট। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাইন্সল্যাব, মহাখালীতে সৃষ্টি হয় রণক্ষেত্র।