দেশে এখন
0

কোটা সংস্কার আন্দোলন: কাল বিকেলে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকালকের কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ (সোমবার, ১৫ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে তাৎক্ষণিক ব্রিফিংয়ে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদেরকে হামলা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রক্টরের কাছে জবাব চাই।

তিনি বলেন, ‘আমরা আশায় ছিলাম প্রধানমন্ত্রী একটি যৌক্তিক সমাধান দেবেন। কিন্তু তার উল্টো হয়েছে।

মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা দিয়ে এই সমন্বয়ক বলেন, ‘আগামীকালকের কর্মসূচি হলো বিকেল ৩টায় সারাদেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। আগামীকালকের পর সারাদেশে অবরোধ কর্মসূচি দেয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা এখন হলে ফিরে যাচ্ছি, হলে কেউ এসে আঘাত করলে এর জবাব দেয়া হবে।’

এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সারাদিন কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

বিকেলে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ চলার সময় বিজয় একাত্তর হলের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষে বেশ ক'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর