আজ (রোববার, ১৪ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের শুরুতে তিনি সাম্প্রতিক চীন সফর নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এরপর শুরু হয় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব।
যে পর্বে কোটা সংস্কার আন্দোলন, প্রশ্নফাঁস, দুর্নীতি, শিক্ষকদের আন্দোলন, তিস্তা প্রকল্প, সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকারপ্রধান।
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নিজের বাসার পিয়নের অর্থসম্পদের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে, পিয়ন। সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানালো এত টাকা? জানতে পেরেছি, পরে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা তো করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ড্রাইভার কীভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কীভাবে বলবো? তাদের অপকর্ম আমরা ধরছি বলেই তো এখন জানতে পারছেন। এতদিন তো আপনারা জানতে পারেননি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বাণিজ্য প্রতিমন্ত্রী ড. আহসানুল ইসলাম টিটু।