হঠাৎ করেই একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে চলে গুলি। সঙ্গে সঙ্গে বসে পড়েন ট্রাম্প। আর দ্রুত এসে ট্রাম্পকে ঘিরে ধরেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় তার কান ও মুখে রক্ত দেখা যায়।
আরও পড়ুন গুলিবিদ্ধ ট্রাম্প: সন্দেহভাজন শনাক্ত
হামলার কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে একটি পোস্ট করেন ট্রাম্প। ঘটনার আকস্মিকতায় হতবাক ট্রাম্প সেখানে লেখেন, 'একটি বুলেট আমার কানের উপরিভাগ ছেদ করে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি কী ঘটেছে। অনেক রক্ত ঝরেছে। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন।'
আরও পড়ুন নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টা, নিহত ২
ট্রাম্প সেই পোস্টে আমেরিকার সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। সেইসঙ্গে হামলায় ট্রাম্পের সমর্থক নিহত ও আহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
হামলাকারি নিহত হয়েছেন জানিয়ে ট্রাম্প ট্রুথ স্যোশালে লেখেন, তার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।