বিদেশে এখন
0

নাইজেরিয়ায় স্কুল ধসে ২২ শিক্ষার্থী নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল ধসে কমপক্ষে ২২ শিক্ষার্থী নিহত হয়েছে। ধংসস্তূপের নিচে চাপা পড়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। আটকা পড়াদের বের করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার ( ১২ জুলাই) প্লেটো রাজ্যের সেইন্ট একাডেমি কলেজে পরীক্ষা চলার সময় আচমকাই ধসে পড়ে ভবন। কংক্রিটের জঞ্জাল পরিস্কারে ব্যবহার হচ্ছে ভারী যন্ত্রাংশ।

স্থানীয়রা খালি হাতেই উদ্ধার করছেন আহতদের। নাইজেরীয় সরকারের ধারণা, নদীর জায়গা ভরাট করে ভবন নির্মাণ করায় অবকাঠামো দুর্বল হয়ে পড়ে। আশপাশের এমন ভবনগুলো খালি করতে নির্দেশ দেয়া হয়েছে। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধস নিয়মিত ঘটনা। গেল দুই বছরে পশ্চিম আফ্রিকার দেশটিতে ধসে পড়েছে অন্তত ১৫টি ভবন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর