এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানে বিমানে অগ্নিকাণ্ড, সরিয়ে নেয়া হয়েছে ২৯৭ জনকে

পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে অবতরণের সময় রিয়াদ থেকে আসা যাত্রীবাহী সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৭৬ যাত্রী ও ২১ বিমানকর্মী ছিল। তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বলেছে, পেশোয়ার বিমানবন্দরের এই ঘটনায় কেউ হতাহত হননি। সবাই এখন নিরাপদে আছে। সিএএ'র মুখপাত্র সাইফুল্লাহ বলেন, 'ফায়ার সার্ভিসের কর্মীরা খুব স্বল্প সময়ের মধ্যে বিমানের ল্যান্ডিং গিয়ারের আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি।'

জানা গেছে, বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তারা বিমানটির সামনের অংশের বাম পাশের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। এ সময় তারা বিমানের পাইলট, বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাকে সতর্ক করে দেন। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নেভান।

এক্সকে দেয়া বিবৃতিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি বলেছে, তাদের এসভি৭৯২ বিমানটি সৌদির রাজধানী রিয়াদ থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে পাকিস্তানের পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির একটি টায়ার থেকে ধোঁয়া নির্গত হওয়ার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনায় বিমানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। বিমানের সব অতিথি ও ক্রুকে স্লাইডের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রযুক্তিগত কোনোও ত্রুটি আছে কি-না তা জানতে বিশেষজ্ঞরা বিমানটিতে তদন্ত করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে সৌদিয়া বলেছে, সাত বছরের পুরনো এয়ারবাস এ৩৩০-৩০০ বিমানটির সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমানে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।