আজ (সোমবার, ৮ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।
সরকারপ্রধানের সফরে দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গুরুত্ব পারে অবকাঠামো উন্নয়নসহ ব্যবসা বাণিজ্যের নানা দিক।