শুরু থেকে বল দখলে সুইজারল্যান্ডের থেকে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে গোল করার মতো তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি হ্যারি কেইন, সাকারা।
দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্নছাড়া ইংল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করে সুইসরা। তবে প্রতিপক্ষ ইংল্যান্ডের জালে বল জড়াতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট।
দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড ব্রিল এমবলো। পাঁচ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান ইংল্যান্ডের স্ট্রাইকার বুকায়ো সাকা। নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১ গোলে সমতা।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পারায় শেষমেষ পেনাল্টি শ্যুট আউটে ভাগ্য নির্ধারণ হয় ম্যাচের।