ফুটবল
এখন মাঠে
0

শেষ হলো রোনালদোর ইউরো অধ্যায়!

রোনালদোর বয়স এখন ৩৯! পরবর্তী ইউরো ৪ বছর পর। তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স গিয়ে দাঁড়াবে ৪৩ এ। আর এ জন্য কাউকে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই যে তখন বুড়োর খাতায় নাম লেখানো সিআরসেভেন জাতীয় দলের হয়ে আবারও ইউরো খেলতে নামবেন।

তাই অনেকটাই নিশ্চিত যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো অধ্যায়ের সমাপ্তি হয়েছে। বিশ্বকাপ না জেতার পাহাড় সমান আক্ষেপ আছে পর্তুগিজ তারকার। যে ফ্রান্সের কাছে হেরে ক্রিশ্চিয়ানো ইউরোর অধ্যায়ের শেষ হলো, সেই ফ্রান্সের বিপক্ষেই কিন্তু ২০১৬ সালে ট্রফি ঘরে তুলেছিল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

৯০ মিনিটের খেলায় গোল পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ে একই অবস্থা। পেনাল্টি শ্যুটে ডিয়াগো কস্তা আর বীর হতে পারেননি। যদিও ভুল তার নয়, ফ্লেক্সের। তার শট বারে লেগে ফিরে আসার পর্তুগাল আর রোনালদোর স্বপ্ন হয় বিবর্ণ। শেষ হয় রোনালদোর ইউরো অভিযান। আর দেখা মিলবে না রোনালদো, পেপেদের মতো তারকাদের এ মঞ্চে। লাল রঙের জার্সি তাই এদিন রোনালদোর হয়ে থাকলো নীল বিষাদে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর