ক্রিকেট
এখন মাঠে
0

শান্তকেই অধিনায়ক রাখার পরিকল্পনা বিসিবির: জালাল ইউনুস

নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর কোচিং স্টাফদের ব্যাপারে সিদ্ধান্ত আগামী বোর্ড মিটিংয়ে। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া বিশ্বকাপ শেষে আইসিসি থেকে পাওয়া প্রায় ৮ কোটি টাকা বণ্টন হবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মাঝে আর বোনাস দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলে জানায় ক্রিকেট বোর্ড এই কর্তা।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলকে নিয়ে নানা অভিযোগ ক্রিকেট ভক্তদের। বিশেষ করে অধিনায়ক শান্তকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথাও শোনা যাচ্ছে বেশ জোড়েসোড়ে।

যদি ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদকে নিয়ে ক্রিকেটার থেকে বোর্ড পরিচালক সবারই রয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। দলের সবাইকে এক রাখারও ক্ষমতা রয়েছে স্পিড স্টারের। তবে শান্তর পরিবর্তে তাসকিনকে দেখা যাবে অধিনায়কের আর্ম ব্যান্ডে? কিংবা হেড কোচ হাথুরুর ভবিষ্যতই বা কী?

জালাল ইউনুস বলেন, 'শান্তকে আমরা এক বছরের জন্য ক্যাপ্টেন করেছি। সুতরাং এ নিয়ে আমরা এখন কোনো চিন্তা করছি না। তাসকিন সহ-অধিনায়ক হিসেবে শুরু করেছে। সেও ভালো লিড দিতে পারবে। আর ক্যাপ্টেন পরিবর্তন হবে এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।'

দল শেষ চারে না গেলেও আইসিসি থেকে আসবে মোটা অঙ্কের অর্থ। যা প্রায় ৮ কোটি টাকা। এছাড়া গুঞ্জন শোনা যাচ্ছিলো সুপার এইটে ওঠার সুবাদে ক্রিকেটারদের জন্য করা হবে বোনাসের ব্যবস্থাও। সে ব্যাপারে কী বলছেন অপারেশনস চেয়ারম্যান?

তিনি আরও বলেন, 'আইসিসি থেকে যে অর্থ আসবে সেটা দলের সবার মধ্যেই ভাগ করে দেওয়া হবে। আর বোনাস দেওয়া হবে কিনা সেটা বোর্ডের সিদ্ধান্ত।'

বিশ্বকাপ শেষে আপাতত তিন সপ্তাহের বিশ্রামে ক্রিকেটাররা। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া সাকিব, হৃদয়, শরীফুলসহ চারজনকে ১০ আগস্ট পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।