উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একটি স্পা সেন্টারের ৪ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত অন্তত ৯ জন।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে লং আইল্যান্ডের ডিয়ার পার্কের অদূরে সেভেন নাইন সিক্স গ্র্যান্ড বুলেভার্ড সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় মিনিভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে 'হাওয়াই নেইল অ্যান্ড স্পা' নামের একটি সেলুনের ভেতর ঢুকে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শনের পর ডিয়ার পার্ক ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান জানান, মিনিভ্যানের ধাক্কায় ওই স্পা সেন্টারের ভেতরে থাকা চার ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা বেশি আশঙ্কাজনক থাকায় তাকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নেয়া হয়। তবে ঠিক কী কারণে মিনিভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর