এশিয়া
বিদেশে এখন
0

ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল দাবি উত্তর কোরিয়ার

একাধিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি এই পরীক্ষার তিনটি স্থির ছবিও প্রকাশ করেছে।

পিয়ংইং বলছে, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত একটি প্রথম শ্রেনীর ইঞ্জিন ব্যবহার করে এই পরীক্ষাটি চালানো হয়েছে। তবে উত্তর কোরিয়ার এমন দাবিকে প্রতারণা হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া।

তাদের সামরিক বাহিনী বলছে, পিয়ংইং পরীক্ষাটি চালিয়ে ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনীর যৌথ বিশ্লেষণ তথ্য বলছে, প্রাথমিক পর্যায়েই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো হয়ে বিস্ফোরিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল লি সং জুন বলেন, 'গতকাল উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি প্রাথমিক পর্যায়েই বিস্ফোরিত হয়। কিন্তু উত্তর কোরিয়া আজ সকালে ভিন্ন তথ্য প্রকাশ করেছে। যা নিছক প্রতারণা এবং অতিরঞ্জনের একটি উপায় হিসেবে আমরা দেখছি।'