ভ্রমণ
বিদেশে এখন
0

বাড়ালো আইফেল টাওয়ার ভ্রমণে টিকিটের মূল্য

আইফেল টাওয়ার ভ্রমণে টিকিটের মূল্য ২০ শতাংশ বাড়ানো হয়েছে। রক্ষণাবেক্ষণের খরচ মেটানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অলিম্পিক গেমস শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই টিকিটের মূল্য বাড়ানো হলো।

সুউচ্চ আইফেল টাওয়ার ভ্রমণে এখন একজন পর্যটককে দিতে হবে ৩৫ ইউরো করে। আগে যা ছিল ২৯ ইউরো। নতুন এই মূল্য কার্যকর হবে আগামী ১৭ জুন থেকে।

বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা স্পটগুলোর মধ্যে অন্যতম আইফেল টাওয়ার। ২০২৩ সালে ৩৩০ মিটার সুউচ্চ এই স্থাপনা ভ্রমণ করেন ৬৩ লাখের বেশি পর্যটক। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

করোনা মহামারীর সময় টাওয়ারটি কয়েক মাস বন্ধ ছিল। প্যারিস সিটি হলের তথ্য মতে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আইফেল টাওয়ারের ঘাটতি দাঁড়ায় ১১৩ মিলিয়ন ইউরোতে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর